বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ২০:৪৩

ঢাকায় মার্শাল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : আজ ঢাকায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির এসিইউর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মার্শাল। বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রম তদারকির জন্য এক বছরের জন্য তার সাথে চুক্তি করা হয়েছে।

১০ আগস্টের শেষ বোর্ড সভায় তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু বলেন, ‘আমাদের এসিইউ কার্যক্রম পরিচালনার জন্য মার্শালকে নিয়োগ দিয়েছি।’

আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট বিপিএলও পর্যবেক্ষণ করবে বলে জানান মিঠু, ‘আগেও আইসিসির সাথে কাজ করেছেন মার্শাল। আমরা মনে করি আমাদের এসিইউকে আরও শক্তিশালী করা দরকার। এজন্যই আমরা তাকে নিয়োগ করেছি।’