শিরোনাম
ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের দুই তারকা ক্রিকেটার পেসার জসপ্রিত বুমরাহ ও ব্যাটার সূর্যকুমার যাদব। কাজের চাপ বিবেচনায় বুমরাহ ও ইনজুরির কারণে এশিয়া কাপে সূর্যের খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছিল। অনিশ্চিয়তার শঙ্কাকে নিজেরাই মুছে ফেলেছেন বুমরাহ ও সূর্য। এমনটাই ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
কাজের চাপের কথা চিন্তা করে সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র ৩টিতে খেলেছেন বুমরাহ। প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেছেন তিনি। তিন ম্যাচের ৫ ইনিংসে ১১৯.৪ ওভার বল করে ৩৬৪ রানে ১৪ উইকেট নেন বুমরাহ। সিরিজে চতুর্থ সর্বোচ্চ শিকারী এই ডান-হাতি পেসার।
ইংল্যান্ডে বেছে বেছে টেস্ট খেলায়, গুঞ্জন উঠে এশিয়া কাপে হয়ত খেলবেন না বুমরাহ। কারণ এশিয়া কাপের পর সূচি অনুযায়ী, টেস্ট ব্যস্ত সময় কাটাবে ভারত। ঐ সময় বুমরাহকে বেশি দরকার পড়বে টিম ইন্ডিয়ার।
কিন্তু এশিয়া কাপে খেলার আগ্রহ নিজ থেকেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন বুমরাহ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘এশিয়া কাপে খেলার আগ্রহের কথা নির্বাচকদের জানিয়েছেন বুমরাহ।’
বুমরাহর পাশাপাশি এশিয়া কাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সূর্যকুমারও। সম্প্রতি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ঐ কর্মকর্তা বলেন, ‘এশিয়া কাপে খেলতে সমস্যা নেই সূর্যকুমারের। সম্প্রতি ফিটনেস সেন্টারে কঠোর পরিশ্রম করেছেন সূর্য। সেখানে রিহ্যাব করার পর ফিট ঘোষণা করা হয়েছে তাকে।’
এশিয়া কাপের আগে কোন আন্তর্জাতিক বা প্রস্তুতিমূলক ম্যাচ নেই ভারতের। এমনকি কোন অনুশীলন ক্যাম্পও করবে না তারা। তবে নির্ধারিত সময়ের বেশ আগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে টিম ইন্ডিয়া।
১০ সেপ্টেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।