বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৯:০৪

আগামীকাল থেকে শুরু নারী চ্যালেঞ্জ কাপ

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামীকাল থেকে চ্যালেঞ্জ কাপে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

নারী লাল দল, নারী সবুজ দল এবং অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল নিয়ে ১০ দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে। সব ম্যাচই বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে।

ডাবল-লিগের এই টুর্নামেন্ট প্রতিটি দল একে অপরের সাথে দু’বার মুখোমুখি হবে। ২৮ আগস্ট শেষ হবে টুর্নামেন্টটি।

আগামীকাল টুর্নামেন্টের প্রথম দিন মুখোমুখি হবে বাংলাদেশ নারী লাল দল এবং সবুজ দল।

আগামী সেপ্টেম্বরে ভারত-শ্রীলংকার মাটিতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। মূল আসরে খেলতে নামার আগে পাকিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।