বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৮:৫৪

পাকিস্তানের এশিয়া কাপের দলেও সুযোগ হয়নি বাবর-রিজওয়ানের

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই আসন্ন এশিয়া কাপ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার ফখর জামান। 

দীর্ঘদিন ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের বাইরে আছেন বাবর-রিজওয়ান। গত ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তারা। বাবর-রিজওয়ানদের জায়গায় সুযোগ পাওয়া খেলোয়াড়রা ভাল করছেন বলে জানান পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। 

তিনি বলেন, ‘আমরা জানি বাবর কতটা ভালো খেলোয়াড়। স্পিন এবং স্ট্রাইক রেটের মত কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে বাবরকে। এসব বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করছেন তিনি। দলের অন্যান্য খেলোয়াড়রা ভাল পারফর্ম করছে এবং দলের জন্য অবদান রাখছে।’

গত মে মাসে প্রধান কোচ হিসেবে হেসন দায়িত্ব নেওয়ার পর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। এরমধ্যে দু’টিতে জয় ও একটিতে হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ, বাংলাদেশের মাটিতে ২-১ ব্যবধানে হার এবং যুক্তরাষ্ট্র সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান। 

হেসন বলেন, ‘আমাদের লক্ষ্য ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়, এই দুই টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরমেন্স উজার করে দেওয়া।’ 

অলরাউন্ডার সালমান আঘার নেতৃত্বাধীন দলে ফিরেছেন দুই পেসার মোহাম্মদ ওয়াসিম এবং সালমান মির্জা। বাংলাদেশ সফরে সাত উইকেট নিলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে সুযোগ পাননি মির্জা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ফখর। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি।  

২৯ আগস্ট থেকে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ এবং ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ খেলতে নামবে পাকিস্তান। দু’টি সিরিজই হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। 

এশিয়া কাপে পাকিস্তান দল : সালমান আলি আঘা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, সাহিব জাদা ফারহান, হাসান নাওয়াজ, সালমান মির্জা, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, হোসেন তালাত, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।