শিরোনাম
ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ। রানার্স-আপ হয় পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশ।
জেলা স্টেডিয়ামে আজ বিকেলে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। ট্রাইবেকারে জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ ৩-২ গোলে হারায় পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশকে।
খেলা শেষে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মোহাম্মদ রায়হান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদসহ আরও অনেকে।
চ্যাম্পিয়ন দলকে ১ লাখ এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, ম্যান অব দ্য ম্যাচ সকলকে ক্রেস্ট ও মেডেল দেওয়া হয়।