বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ১৯:৩২

দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডারের শাস্তি

করবিন বশ -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় টি২০ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার করবিন বশ। 

আইসিসির আচরণ বিধি লেভেল ওয়ানের ২.৫ ধারা ভঙ্গ করেছেন বশ। এখানে উল্লেখ আছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ব্যাটারকে আউট করার সময় অবজ্ঞাপূর্ণ ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া জাগিয়ে তুলতে পারে।’ এই ধরনের কোন আচরন কোন খেলোয়াড়ের জন্য আচরনবিধি ভঙ্গের সামিল।

অস্ট্রেলিয়ার ইনিংসে ১৭তম ওভারে বেন ডোয়ারশুইসকে আউটের পর বশ তাকে উদ্দেশ্য করে সাজঘরের পথ দেখিয়েছেন। বশের অঙ্গভঙ্গি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। এ কারনে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বশ। তার বিরুদ্ধে ম্যাচ অফিসিয়ালদের আনীত অভিযোগ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোন শুনানীর প্রয়োজন হয়নি। 

তিন ম্যাচের সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে। আগামী ১৬ আগস্ট কেয়ার্নসে সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।