শিরোনাম
ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : ফাস্ট বোলার জেইডেন সিলেসের বিধ্বংসী বোলিংয়ে ত্রিনিদাদে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানে পরাজিত করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের টপ অর্ডারকে গুড়িয়ে দিয়ে সিলেস ১৮ রানে ৬ উইকেট দখল করেন। সিলেস ঝড়ে ২৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
প্রথমে ব্যাটিং থেকে অধিনায়ক শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছিল।
১৯৯১ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ী হলো ক্যারিবীয়রা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ার কাছে টেস্টে ৩-০ ও টি২০’তে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
সিলেস তার প্রথম তিন ওভারে দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে পাঠালে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮ রান। এই তিন ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর সিলেস মাত্র ৯ রানে বাবর আজমকে এলবিডব্লিউর ফাঁদে পেলেন। ঐ সময় পাকিস্তানের সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়।
বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মোতি মিডল ওভারে ২ উইকেট দখল করেছেন। এরপর সিলেস আবারো আক্রমনে এসে দুই টেল এন্ডার হাসান আলি ও নাসিম শাহকে সাজঘরের পথ দেখান। ১১ নম্বর খেলোয়াড় আবরার আহমেদকে রোস্টন চেজ রান আউট করলে বড় জয়ের মাধ্যমে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া পাকিস্তান শুরুটা ভালই করেছিল। দলীয় ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপদে পড়ে স্বাগতিকরা। ওয়ান ডাউনে খেলতে নামা কেসি কার্টি ৪৫ বলে মাত্র ১৭ রান সংগ্রহ করেন। বিগ হিটার হিসেবে পরিচিত শেরফানে রাদারফোর্ডও খুব একটা সুবিধা করতে পারেননি। আইয়ুবের বলে হুসেইন তালাতের ক্যাচে পরিনত হবার আগে ৪০ বলে করেছেন ১৫ রান। কিন্তু হোপকে যথার্থ সহযোগিতা করে ক্যারিবিয়ানদের ইনিংস সমৃদ্ধ করেছেন চেজ। নাসিম শাহর বলে বোল্ড হবার আগে ২৯ বলে ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সহায়তায় চেজ দ্রুত গতিতে ৩৬ রান সংগ্রহ করেন। শেষ ৮.১ ওভারে ১১০ রান যোগ করেছেন হোপ ও জাস্টিন গ্রিভস জুটি। গ্রিভস ২৪ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন।
হোপ ১০টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সহায়তায় ১২০ রানে অপরাজিত ছিলেন। এনিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১৮তম সেঞ্চুরির দেখা পেলেন হোপ। উইন্ডিসের হয়ে ওয়ানডেতে সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন হোপ শুধুমাত্র ব্রায়ান লারা ও ক্রিস গেইলের পিছনে রয়েছেন।