বাসস
  ১২ আগস্ট ২০২৫, ১৯:৪৪

ব্রেভিসের রেকর্ড ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিন আফ্রিকা ৫৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্রেভিস ৫৬ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

ডারউইনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসকে নিয়ে ব্যাট হাতে ঝড় তুলেন ব্রেভিস। ২৫ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। পরের ৫০ রান করতে ১৬ বল খেলেন তিনি।  

৪১ বলে নয় ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান এই ডান-হাতি ব্যাটার।

ব্রেভিসের বিধ্বংসী সেঞ্চুরির পর ২২ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন স্টাবস। চতুর্থ উইকেটে ব্রেভিসের সাথে ৫৭ বলে ১২৬ রান যোগ করেন স্টাবস। এর মধ্যে ব্রেভিসের অবদান ছিল ৩৫ বলে ৯১ রান।

ইনিংসের শেষ পর্যন্ত খেলে দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে ৭ উইকেটে ২১৮ রানের সংগ্রহ এনে দেন ব্রেভিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় রান প্রোটিয়াদের।

১২টি চার ও ৮টি ছক্কায় ৫৬ বলে অপরাজিত ১২৫ রান করেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এটি। এতে ভেঙ্গে যায় ফাফ ডু-প্লেসিসের রেকর্ড। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ বলে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন ডু-প্লেসিস।

একইসাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক হলেন ব্রেভিস।  

গ্লেন ম্যাক্সওয়েল ও বেন ডোয়ারশিষ ২টি করে উইকেট নেন।

২১৯ রান লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে অস্ট্রেলিয়া। চার নম্বরে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টিম ডেভিড। ২৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন তিনি। ৪টি করে চার-ছক্কায় ২৪ বলে ৫০ রান করেন ডেভিড।

দশম ওভারে দলীয় ১০৪ রানে ডেভিড ফেরার পর অস্ট্রেলিয়ার হয়ে আর কোন ব্যাটারই দক্ষিণ আফ্রিকার সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এতে ১৭.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় অসিরা।

দক্ষিণ আফ্রিকার কিউনা মাফাকা ৫৭ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রেভিস।

আগামী ১৬ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।