শিরোনাম
ঢাকা, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ফিটনেস ও বোলিং পারফমেন্সের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড গাওয়ার।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ খেলে ১৮৫.৩ ওভার অর্থাৎ ১১১৩ বল ডেলিভারি করেছেন সিরাজ। সবচেয়ে বেশি ওভার বল করার পাশাপাশি সর্বোচ্চ ২৩ উইকেট শিকারী ছিলেন তিনি। তাই সিরাজের ফিটনেস ও বোলিং পারফরমেন্স অবাক করেছে গাওয়ারকে।
ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের ৯ ইনিংসে ১৮৫.৩ ওভার বল করে ৭৪৬ রানে ২৩ উইকেট নিয়েছেন সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও সিরিজ ২-২ সমতায় শেষ করার পেছনে বড় অবদান রাখেন এই ডান-হাতি পেসার।
বিশেষভাবে ওভালে সিরিজের শেষ টেস্টের শেষ ইনিংসে সিরাজের ৩০.১ ওভার বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের হয়ে ১১৭ টেস্ট ও ১১৪ ওয়ানডে খেলা গাওয়ার।
সিরাজের ৩০ ওভার বোলিংয়ের উদাহরণ টেনে ভারতীয় সংবাদ মাধ্যমকে গাওয়ার বলেন, ‘আমার জানার খুব ইচ্ছা, সিরাজ নিজেকে কিভাবে ফিট রাখে, কি খায় এবং কি পান করে। কারণ আমি সিরাজের খাদ্যাভাস ইংল্যান্ডের সব বোলারকে দিতে চাই। সিরিজে সব টেস্ট খেলা এবং নিজের সেরা পারফরমেন্স উজার করে দিতে একটুও কমতি রাখেনি সিরাজ, যা আমাকে অবাক করেছে। ওভালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩০ ওভারের বেশি বল করেছে সিরাজ। কারণ ঐ কন্ডিশনে পেসারদেরই সবচেয়ে বেশি বোলিং করতে হয়েছিল। তারপওর সে হাল ছাড়েনি, নিজেকে গুটিয়ে নেয়নি ও ক্লান্তও হয়নি।’
পেসরাদের মধ্যে সিরাজ ও ইংল্যান্ডের ক্রিস ওকসই পুরো ৫ টেস্ট খেলেছেন। ওকস ৫ টেস্টে ১৮১ ওভার বল করে ৫৭৪ রানে ১১ উইকেট শিকার করেছেন। ওকসের পাশাপাশি ইংল্যান্ডের অন্যান্য বোলারদের ফিটনেস নিয়ে সমালোচনা হয়েছে।
কিন্তু পুরো সিরিজে একেবারেই ব্যতিক্রম ছিলেন সিরাজ। তাই সিরাজের ফিটনেসের প্রশংসা করে গাওয়ার বলেন, ‘জয়ের ক্ষুধার পাশপাশি নিজেদের ফিটনেসকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন সিরাজ। তবে গত কয়েক বছর ধরে ইংল্যান্ড বোলাররা ফিটনেস সমস্যায় ভুগছে, যা আমাকে অবাক করেছে। খুব কমই দেখা গেছে, একই বোলিং আক্রমণ নিয়ে ম্যাচের পর ম্যাচ খেলেছে। তবে ভারতের সিরাজ পুরো পাঁচ টেস্ট খেলেছে, সিরিজের শেষ ইনিংসে ৩০ ওভার বল করেছে। যা উপভোগ্য ছিল।’