বাসস
  ২০ মে ২০২৫, ১৮:৪২

সিরিজ হার এড়াতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : সিরিজের হার এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে সফরকারী  নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম চারদিনের ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। 

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৭০ রানে হারে দ্বিতীয় সারির বাংলাদেশ দল। এই দলের বেশিরভাগ খেলোয়াড়েরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। 

প্রথম ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। ১১টি চার ও ৫টি ছক্কায় ৮৮ বলে ১০৭ রান করেছিলেন তিনি।

সোহানের সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যাচের শেষ দিন বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ রানে শেষ চার উইকেট হারিয়ে ম্যাচ হারে স্বাগতিকরা। 

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দলের মধ্যকার দ্বিতীয় ‘অনানুষ্ঠানিক টেস্টের’ চার দিনই স্টেডিয়ামের নির্ধারিত স্ট্যান্ডে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবেন দর্শকরা।

স্টেডিয়ামের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে প্রতিদিনের খেলা দেখার কথা জানানো হয়েছে।

এর আগে তিন ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।