শিরোনাম
ঢাকা, ২০ মে ২০২৫ (বাসস) : প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে লিগ পর্বে নিজেদের ১২তম ম্যাচে জয়ের বিকল্প ছিল না ঋসভ পান্তের লক্ষ্মৌ সুপার জায়ান্টসের। কিন্তু গতরাতে সানরাইজার্স হায়দাবাদের কাছে ৬ উইকেটে হেরে যায় লক্ষ্মৌ। এই হারে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে লক্ষ্মৌ। প্লে-অফের শেষ দল হিসেবে টিকিট পাওয়ার দৌড়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।
ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬৩ বলে ১১৫ রানের সূচনা পায় লক্ষ্মৌ। হাফ-সেঞ্চুরি করে শেষ পর্যন্ত ৬৫ রানে আউট হন ওপেনার মিচেল মার্শ। ৩৯ বল খেলে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন মার্শ।
হাফ-সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার আইডেন মার্করামও। ৪টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৬১ রান করেন তিনি।
চার নম্বরে নামা নিকোলাস পুরানের ২৬ বলে ৬টি চার ও ১টি ছক্কায় সাজানো ৪৫ রানের সুবাদে বড় সংগ্রহ পায় লক্ষ্মৌ। ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে লক্ষ্মৌ। হায়দারাবাদের ইশান মালিঙ্গা ২ উইকেট নেন।
জবাবে অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ের সাথে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ১০ বল বাকী রেখে ২০৬ রানের টার্গেট স্পর্শ করে হায়দারাবাদ। ১৮ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক।
৪টি চার ও ৬টি ছক্কায় প্রায় ৩শ স্ট্রাইক রেটে ২০ বলে ৫৯ রান করে আউট হন অভিষেক।
এরপর মিডল অর্ডারে ইশান কিশান ২৮ বলে ৩৫, হেনরিচ ক্লাসেন ২৮ বলে ৪৭ ও কামিন্দু মেন্ডিসের ২১ বলে ৩২ রানের কল্যাণে জয়ের স্বাদ পায় হায়দারাবাদ। ম্যাচ সেরা হন অভিষেক।
১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে আগেই প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়া হায়দারাবাদ।