শিরোনাম
খুলনা, ১৯ মে, ২০২৫ (বাসস) : অনূর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্ট আগামীকাল সোমবার থেকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে।
প্রথমবারের মত খুলনায় আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। সকাল ৯.০০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম।
উদ্বোধনী খেলায় খুলনা বিভাগ রংপুর বিভাগের এবং বেলা দুইটায় রাজশাহী বিভাগ সিলেট বিভাগের মোকাবেলা করবে। আগামী ২৯ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।