শিরোনাম
ঢাকা, ১৯ মে ২০২৫ (বাসস) : সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন জাতীয় টেস্ট দলের খেলোয়াড় শাহাদাত হোসেন দিপু। দলে বেশ কিছু উদীয়মান তরুণ খেলোয়াড়ও আছে।
ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়া তোফায়েল আহমেদ রায়হানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার শফিকুল ইসলাম।
আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
২৭ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।
এর আগে, আকবর আলীর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ ইমার্জিং দল : শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলী, চৌধুরী রেজয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার (উইকেটরক্ষক), মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল, মাহেদি হাসান রানা।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল : জর্জ মার্টিনিয়াস ভ্যান হারডেন (অধিনায়ক), মিকা-ইল প্রিন্স, ডায়ান ফরেস্টে, মুহাম্মদ মানাক, সেসোনা সেপো এনডওয়ান্ডওয়া, নকোবানি হ্যান্ডসাম মোকোয়ানো, ওঙ্কগোমোডিটসে রিচার্ড সেলতসওয়ানে, শেপো ইনোসেন্ট এনটুলি, খানদোয়েহুসি জিমিন জুমা, কনর বয়েড এস্টারহুইজেন, তিয়ান মাইকেল ভ্যান ভুরেন, অ্যান্ডলি অস্টিন সিমেলেন, অ্যান্ডলি চার্লস মোগাকানে, রোমাশান-সোমা পিলে, দেওয়ান মারাইস।