বাসস
  ১৯ মে ২০২৫, ১৮:৩০
আপডেট : ১৯ মে ২০২৫, ১৮:৪১

প্রাক-মৌসুমে দক্ষিণ কোরিয়া সফরে যাবে টটেনহ্যাম

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : প্রাক-মৌসুম পরিকল্পনায় দক্ষিণ কোরিয়ার সাথে খেলার বিষয়টি নিশ্চিত করেছে টটেনহ্যাম। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য কুপাং প্লে সিরিজে অংশ নিবে টটেনহ্যাম। ক্লাবের পক্ষ থেকে এক বিৃবতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে হংকংয়ে আর্সেনালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দিয়েছিল স্পার্সরা। 

লন্ডনের ক্লাবটি বুধবার বিলবাওতে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে। 

টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান অধিনায়ক সন হেয়াং-মিন এই ম্যাচে জয়ের ব্যপারে আশাবাদী। 

এটা দক্ষিণ কোরিয়ায় টটেনহ্যামের পঞ্চম সফর হতে যাচ্ছে। 

সময়মত সফরের সূচী প্রকাশ করার কথা বিবৃতিতে জানিয়েছে টটেহ্যাম। 

আনগে পোস্তেকোগ্লুর অধীনে টটেনহ্যাম যুক্তরাজ্যের বাইরে প্রথম উত্তর লন্ডন ডার্বিতে আগামী ৩১ জুলাই হংকংয়ে আর্সেনালের মুখোমুখি হবে। ৫০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নব নির্মিত কেই টাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির সব টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।