শিরোনাম
ঢাকা, ১৮ মে ২০২৫ (বাসস) : তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়ে উচ্ছ্বসিত পারভেজ হোসেন ইমন।
গতরাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন তিনি। আইডল তামিমের রেকর্ড স্পর্শ করে খুশি তিনি।
পারভেজের ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পায় বাংলাদেশ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারভেজ বলেন, ‘তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে সেঞ্চুরি করতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমি শৈশব থেকেই তামিম ভাইকে আদর্শ মনে করি। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে তার পাশে নাম লিখতে পারা, আমার জন্য সত্যিই আনন্দদায়ক।’
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম। ঐ ম্যাচে ৬৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর নয় বছর বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির মালিক ছিলেন তামিম।
পারভেজ বলেন, ‘তামিম ভাইয়ের রেকর্ড সম্পর্কে আমি ভালো করেই জানতাম। কারণ তিনি ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। আমি তার সব খেলা দেখার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘ছোটবেলায় আমি তামিম ভাইয়ের খেলা দেখতাম। আমি এখন খুশি কারণ, তার নামের পরই আমার নাম আছে।’
৫৩ বলে সেঞ্চুরি করে তামিমের দ্রুততম শতকের রেকর্ডও দখলে নিয়েছেন পারভেজ। ওমানের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম।
পারভেজের ঝড়ো সেঞ্চুরি সত্ত্বেও ২শর রানের গন্ডি স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। এতে প্রমাণ হয় ডেথ ওভারে টাইগারদের উন্নতি প্রয়োজন। কারণ শেষ পাওয়ার প্লেতে বেশ কয়েকটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ছাড়া অন্য কোন ব্যাটারই ২০ রানের গন্ডি পার করতে পারেননি।
নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে পারভেজ বলেন, ‘যখন উইকেট পড়ছিল তখন আমি আমার লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করেছি এবং আমি সবসময় আমার শক্তির জায়গায় খেলার জন্য অপেক্ষা করেছি। কিন্তু একই সাথে আমি মনে মনে ভাবছিলাম, খেলা সামনের দিকে এগিয়ে নিয়ে স্কোর বড় করতে হবে। আমাকে একপ্রান্ত ধরে খেলতে হবে।
আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’