শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : বায়ার লেভারকুসেন ছাড়ার পর জাভি আলোনসোর জন্য রিয়াল মাদ্রিদের সব দরজা উন্মুক্ত আছে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। বুন্দেসলিগা ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবার দ্বারপ্রান্তে রয়েছেন আলোনসো।
এ মৌসুমের শেষে লেভারকুসেন ছাড়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন আলোনসো। তিন বছর পর তিনি বুন্দেসলিগা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন। ইএসপিএন’র এর একটি সূত্র জানিয়েছে স্প্যানিশ কোচ মাদ্রিদে আনচেলত্তির উত্তরসূরী হবার দ্বারপ্রান্তে রয়েছেন।
লা লিগা মৌসুমের শেষ ম্যাচ পর আনচেলত্তিরও রিয়াল ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত। আগামী ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে মাদ্রিদ।
এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমি আলোনসোর মন্তব্য দেখেছি। আমি জানি সে লেভারকুসেন ছাড়ছে। সেখানে তিনি দারুন কাজ করেছেন। তার জন্য সব দরজা উন্মুক্ত আছে। কারন বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে সে নিজেকে প্রমান করেছে।’
রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ৪৩ বছর বয়সী আলোনসো বেশ কিছুদিন ধরেই আনচেলত্তির উত্তরসূরী হিসেবে সান্তিয়াগোতে আসার তালিকায় শীর্ষে ছিলেন। লেভারকুসেনকে রেলিগেশন খরা থেকে রক্ষা করে গত মৌসুমে অপরাজিত থেকে দুটি ঘরোয়া শিরোপা জয় করেছেন।
এদিকে মাদ্রিদের কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ এ পর্যন্ত সর্বোচ্চ শিরোপা জিতেছেন আনচেলত্তি। কিন্তু এবারের মৌসুমে দলের পারফরমেন্সে তাকে প্রায়ই সমালোচিত হতে হয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় মেনে নিতে পারেনি সমর্থকরা।
আনচেলত্তি বলেছেন, ‘এই ক্লাবের সাথে মধুচন্দ্রিমা কখনই শেষ হবেনা। এটা আজীবন চলবে। কোচ হিসেবে ক্লাবের সাথে মধুচন্দ্রিমার অর্থ কি, এমন প্রশ্নের উত্তর আমি দিতে পারবোনা। অন্যান্য সম্পর্কের মতই এখানেও ভালবাসাই সবার আগে, এরপর অন্যান্য বিষয়গুলো জড়িত। যখন ভালবাসা চলে যায় তখন আবেগ কাজ করে।’