শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : ঘরের মাঠে উলমকে ৬-১ গোলে বিধ্বস্ত করে সাত বছরের অনুপস্থিতির পর বুন্দেসলিগায় ফিরেছে ঐতিহ্যবাহী জার্মান জায়ান্ট হামবুর্গ।
ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে ভক্সপার্কস্টেডিওনে ঘরের মাঠে ৫৭ হাজার দর্শক মাঠে নেমে আসে।
জার্মান তিনটি ক্লাব এ পর্যন্ত ইউরোপীয়ান কাপে শিরোপা জয় করেছে, যার মধ্যে হামবুর্গ একটি। ছয়বারের লিগ চ্যাম্পিয়ন হামবুর্গ চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে। ২০১৮ সালে ক্লাব ইতিহাসে প্রথমবারের মত বুন্দেসলিগা থেকে রেলিগেটেড হবার পর আর ফিরে আসতে পারেনি।
ম্যাচের সাত মিনিটের মধ্যে টম গালের গোলে এগিয়ে গিয়েছিল হামবুর্গ। কিন্তু তিন মিনিটের মধ্যে লুডোভিট রেইসের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। ৩৬ মিনিটে পেনাল্টি মিস করে উলম। এই সুযোগে রানসফোর্ড-ইয়েবোহা ও ডেভি শেলকের দ্রুত দুই গোলে হামবুর্গ প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায়। ৪৮ মিনিটে ফিলিপ স্টর্ম্ফের আত্মঘাতি গোলে আরো এগিয়ে যায় হামবুর্গ। ৬২ ও ৮৬ মিনিটের গোলে হামবুর্গ ২৫৫৫ দিন পর আবারো শীর্ষ লিগে ফিরে আসা নিশ্চিত করেছে।