বাসস
  ১০ মে ২০২৫, ২০:৫১

কাজাকস্তানের গ্র্যান্ড মাস্টারের সাথে ড্র করেছেন নীড়

মনন রেজা নীড় কাজাকস্তানের গ্র্যান্ড মাস্টার মাখনেভ ডেনিসের সাথে ড্র করেছেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ মে ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠানরত এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ওপেন বিভাগের চুতর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় (রেটিং-২৪০৩) কাজাকস্তানের গ্র্যান্ড মাস্টার মাখনেভ ডেনিসের (রেটিং-২৫২৬) সাথে ড্র করেছেন। 

আজ চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ ওপেনিং পদ্ধতি অবলম্বন করে মরফি ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৮ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার মাখনেভ ডেনিসের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার নীড় ৪ খেলায় আড়াই পয়েন্ট অর্জন করেছেন।

এদিকে ওপেন বিভাগে চুতর্থ রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রাশিয়ার ফেদারভ গ্রেগরিকে পরাজিত করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪ খেলায় ২ পয়েন্ট অর্জন করেছেন। 

নারী বিভাগে ফিদে মাস্টার নোশিন আঞ্জুম লেবাননের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ফাওয়াজ নাদিয়াকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৪ খেলায় ২ পয়েন্ট অর্জন করেছেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চতুর্থ রাউন্ডের খেলায় সিঙ্গাপুরের গ্র্যান্ড মাস্টার তিন জিনগিয়াওয়ের কাছে হেরে যান। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৪ খেলায় ১ পয়েন্ট অর্জন করেছেন।