শিরোনাম
ঢাকা, ১০ মে ২০২৫ (বাসস) : দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নির্ধারিত সময়েই সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ এবং পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ব নির্ধারিত সূচিতেই সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ জাতীয় দল।’
সূচি অনুযায়ী আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে আলোচনা চলমান আছে বলে নিশ্চিত করেছে বিসিবি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি আবারও জোর দিয়ে জানাচ্ছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সাথে নেওয়া হবে। যাতে দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা হয়।’