শিরোনাম
ঢাকা, ১০ মে ২০২৫ (বাসস) : পাকিস্তানের সাথে সংঘাতের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ অবস্থায় আইপিএলের বাকী অংশ আয়োজনে আগ্রহ দেখিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, আইপিএলে আয়োজনের কথা ইতোমধ্যে বিসিসিআইকে অবহিত করার বিষয়টি জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহি রিচার্ড গোল্ড।
আগামী মাসের শুরুতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। টেস্ট সিরিজের পরই আইপিএলের বাকী অংশ আয়োজন করতে চায় ইসিবি।
ভারতীয় সংবাদমাধ্যমের একটি সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে আয়োজন করা হতে পারে আইপিএলের বাকী অংশ।
গত বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের প্রথম ইনিংসের মাঝে ফ্লাডলাইট বিকল হয়ে যাওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও ফ্লাডলাইট না আসায় নিরাপত্তার কারণে দ্রুত স্টেডিয়াম খালি করা হয় এবং খেলোয়াড়দের টিম বাসে করে মাঠ থেকে বের করে আনা হয়।
পরদিন সকালে বিশেষ ট্রেনে ক্রিকেটারদের দিল্লিতে নিয়ে আসা হয়। খেলোয়াড়দের নিরাপত্তার কারণে আপাতত সাতদিনের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে।
এ অবস্থায় পুনরায় ভারতের মাটিতে আইপিএল শুরুর নিশ্চয়তা নেই। এ কারনেই আইপিএলের বাকি অংশ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর এই সুযোগে আইপিএল আয়োজনে নিজেদের আগ্রহ জানিয়েছে ইসিবি।
এখন পর্যন্ত আইপিএলের ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। লিগ পর্বে এখনও ১২টি ও প্লে-অফের ৪টি ম্যাচ বাকী আছে।
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে গুজরাট টাইটান্স। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরও।
২০ মে থেকে প্লে-অফ এবং ২৫ মে ফাইনাল দিয়ে আইপিএলের শেষ হবার কথা ছিল।
এর আগে ২০২১ সালে আইপিএল আয়োজনের আগ্রহ দেখিয়েছিল ইসিবি। করোনা মহামারির কারণে ঐ বছর ভারতে আইপিএল আয়োজন স্থগিত হয়েছিল। পরবর্তীতে আইপিএলের ঐ মৌসুম সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল।