বাসস
  ০৯ মে ২০২৫, ২০:২৪

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’

ঢাকা, ৯ মে ২০২৫ (বাসস) : প্রথম দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল।

সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এবার নিউজিল্যান্ডকে  হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। 

বোলারদের নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড ‘এ’। বল হাতে বাংলাদেশের খালেদ আহমেদ ২৭ রানে ও তানভির ইসলাম ৪৫ রানে ৩টি করে এবং শরিফুল ইসলাম ও এবাদত হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে ১৩৬ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ। ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ৪২ ও এনামুল হক ৩৮ রান করেন। 

অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসানের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডে ৮৭ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। অঙ্কনের ১০৫ ও নুরুলের ১১২ রানের উপর ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। 

জবাবে ২৫৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের স্পিনার মোসাদ্দেক হোসেন ৩ উইকেট নেন।

জয়ের ধারা অব্যাহত রেখে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটার অঙ্কন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ থেকেই আমরা ফলাফল নিয়ে চিন্তা না করে, কীভাবে নিজেরা দল হিসেবে ভালো পারফর্ম করতে পারি তার চেষ্টা করেছি। একটা দল হিসেবে সব বিভাগে কীভাবে আরও নিজেদের উন্নতি করতে পারি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো করছি আমরা। আশা করি দিন শেষে কি ফলাফল হয় সেটা দেখতে পারব।’

ওয়ানডে শেষে দু’টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। সিলেটে প্রথমটি ১৪ মে  এবং দ্বিতীয়টি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ মে শুরু হবে।