শিরোনাম
ঢাকা, ৯ মে ২০২৫ (বাসস) : তৃতীয় বারের মত ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ।
লিভারপুলের হয়ে ২০তম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে বড় অবদান রাখেন সালাহ। চলতি মৌসুমে তিন ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল।
প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ৩৫ ম্যাচে ২৮ গোল এবং ১৮টি অ্যাসিস্ট করেন সালাহ। এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক তিনিই। যার সুবাদে ২০২৪-২৫ মৌসুমে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই ফরোয়ার্ড।
এফডব্লিউএ এক বিবৃতিতে জানিয়েছে, ৯০০ এর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোটই পেয়েছেন সালাহ। যা এই শতাব্দীতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির।
ভোট বিবেচনায়, লিভারপুলের সেন্টার-ব্যাক ভার্জিল ভ্যান ডিক দ্বিতীয় স্থানে, নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক তৃতীয় স্থানে এবং আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস চতুর্থ স্থানে আছেন।
এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ সালে এই পুরস্কার জিতেছিলেন সালাহ। ফলে দ্বিতীয় ফুটবলার হিসেবে তৃতীয়বার এফডব্লিউএ বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার জিতলেন তিনি। তিনবার এই অ্যাওয়ার্ড জিতেছেন আর্সেনালের সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি।
সম্প্রতি দুই বছরের নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকা নিশ্চিত করে ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সালাহ।
সালাহর থাকা নিশ্চিত হওয়ায় আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২১টি শিরোপা জয়ের পথে ফেভারিট থাকবে লিভারপুল।