বাসস
  ০৯ মে ২০২৫, ১৯:৫৯

ভারত-পাকিস্তান সংঘাতে এক সপ্তাহ স্থগিত আইপিএল

ভারত-পাকিস্তান সংঘাতে এক সপ্তাহ স্থগিত আইপিএল -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে ২০২৫ (বাসস) : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া  আজ এক বিবৃতিতে একথা জানান।

তিনি বলেন, ‘আইপিএলের এবারের আসর এক সপ্তাহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টুর্নামেন্টের নতুন সূচি ও ভেন্যুর বিষয়ে যথাসময়ে জানানো হবে। যদিও ক্রিকেটের সাথে  আমাদের জাতীয় আবেগ জড়িত। তথাপি দেশের সার্বভৌমত্ব, অক্ষন্ডতা ও নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়।’

গতরাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের প্রথম ইনিংসের মাঝে ফ্লাডলাইট বিকল হয়ে যাওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়। 

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, স্টেডিয়াম দ্রুত খালি করা হয় এবং খেলোয়াড়দের টিম বাসে করে মাঠ থেকে বের করে আনা হয়।

ক্রিকেটপ্রেমীদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিতে দেখা গেছে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালকে। 

শুক্রবার ভারত জানিয়েছে, পাকিস্তানের ড্রোন এবং কামান হামলা প্রতিহত করা হয়েছে। পাশাপাশি আরও বেসামরিক মৃত্যুর খবর জানিয়েছে পাকিস্তানের কর্মকর্তারা।

শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে টুর্নামেন্ট সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ। 

খেলোয়াড়দের নিরাপত্তার জন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে দেশটির  ক্রিকেট বোর্ড।

১০ দল নিয়ে গত ২২ মার্চ থেকে শুরু হয় আইপিএল। গতকাল পর্যন্ত  আইপিএলের ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। লিগ পর্বে এখনও ১২টি খেলা বাকি আছে। 

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে গুজরাট টাইটান্স। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরও। 

২০ মে থেকে প্লে-অফ এবং ২৫ মে ফাইনাল দিয়ে আইপিএল এবারের আসর শেষ হওয়ার কথা ছিল।