বাসস
  ০৮ মে ২০২৫, ১৮:০৮

শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ছবি সংগৃহীত

ঢাকা, ৮ মে ২০২৫ (বাসস) : ষষ্ঠ ও শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন ম্যাচ জিতে নেয় যুবারা। পঞ্চম ম্যাচ হারলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ে বাংলাদেশের। সিরিজ জিততে হলে ষষ্ঠ ম্যাচ- জয় বা পরিত্যক্ত হবার সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। 

আজ কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেন সিরিজে দু’টি সেঞ্চুরি হাঁকানো ওপেনার জাওয়াদ আবরার। 

দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি ও অধিনায়ক আজিজুল হাকিম। ৫টি চারে ৩১ রানে আউট হন কালাম। এরপর তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটিতে বাংলাদেশের ইনিংস মেরামত করেন আজিজুল ও রিজান হোসেন। 

৩৭তম ওভারে নার্ভাস নাইন্টিতে আউট হন আজিজুল। ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৯৪ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। 

দলীয় ১৭৪ রানে আজিজুল ফেরার পর চতুর্থ উইকেটে রিজান ও এমডি আব্দুল্লাহ মিলে ১৪ রান যোগ করার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ঐ সময় ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করেছিল বাংলাদেশ।

এরপর বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। রিজান ৪৮ ও আব্দুল্লাহ ৫ রানে অপরাজিত ছিলেন। 

সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাংলাদেশের আবরার। ৬ ইনিংসে ২ সেঞ্চুরিতে ৩০২ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের আজিজুল। ৬ ইনিংসে হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন তিনি। 

উইকেট তালিকাতেও সর্বোচ্চ শিকারী বাংলাদেশের পেসার আল ফাহাদ। ৫ ম্যাচের ৪ ইনিংসে ১২ উইকেট শিকার করেছেন ফাহাদ।