বাসস
  ০৮ মে ২০২৫, ১৭:২৬

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঠাকুরগাঁও, ৮ মে ২০২৫ (বাসস) : জাঁকজমকপূর্ণ  আয়োজনের মধ্য দিয়ে  ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

বৃহস্পতিবার দুপুরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম, মামুন উর রশীদ, নূর-এ-শাহাদাৎসহ অন্যান্যরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঠাকুরগাঁও ইয়ুথ ক্লাব এবং দিনাজপুর ডোমিনেটরস। 

মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা, রাজশাহী, পাবনাসহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীনের পিতা মির্জা রুহুল আমিন (চোখা মিয়া) ছিলেন ঠাকুরগাঁওয়ের আপামর জনসাধারণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা, আধুনিক ঠাকুরগাঁওয়ের রূপকার।