শিরোনাম
ঢাকা,৭ মে ২০২৫ (বাসস) : বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে খেলতে না পারার শঙ্কায় দুইদিন যাবত কেঁদেছেন বলে জানিয়েছেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড লটারো মার্টিনেজ।
গত সপ্তাহে প্রথম লেগে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়ার পর ইন্টার অধিনায়ক মার্টিনেজের সান সিরোতে ফিরতি লেগের খেলা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচটিতে শেষ পর্যন্ত খেলার জন্য নিজেকে ফিট করে তুলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ইন্টার ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
২৭ বছর বয়সী মার্টিনেজের গোলে ইন্টার ২১ মিনিটে এগিয়ে গিয়েছিল। এরপর তার আদায় করা পেনাল্টি থেকে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে হাকান কালহানগ্লু ব্যবধান দ্বিগুন করেন। এরপরের কাজটুকু করেছেন ফ্রান্সেসকো আকারবি ও ডেভিড ফ্রাত্তেসি।
ম্যাচ শেষে মার্টিনেজ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘প্রথম দুইদিন আমি বাসায় শুধু কেঁদেছি। কিন্তু মেডিকেল স্টাফরা আমাকে সুস্থ হবার পথে দারুন সহযোগিতা করেছেন।
তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই ম্যাচে সবাইকে সেরাটা দিয়ে খেলতে হয়েছে। এই ম্যাচে খেলতে নামার প্রতিজ্ঞা আমি আমার পরিবারের কাছে করেছিলাম।