শিরোনাম
ঢাকা, ৬ মে ২০২৫ (বাসস) : আগামী সপ্তাহে জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
গত ২৮ মার্চ ডোরিভাল জুনিয়রকে বরখাস্তের পর থেকে নতুন কোচের সন্ধানে রয়েছে সিবিএফ।
এ প্রসঙ্গে সিবিএফ জাতীয় টিম ডিরেক্টর রডরিগো কায়েটানো বলেছেন, ‘ আমরা জানি যে ব্রাজিলিয়ান জাতীয় দলের কোচ নির্বাচন করা জাতীয় গুরুত্বের বিষয় এবং এর দায়িত্ব বিশাল। তবে আমরা আগামী সপ্তাহের শেষের দিকে সিদ্ধান্ত নেয়ার ইচ্ছা রাখি।"
এদিকে একটি সূত্র ইএসপিএনকে বলেছে কার্লো আনচেলত্তির ক্লাব ছাড়ার সময় ও আর্থিক সমঝোতা নিয়ে রিয়াল মাদ্রিদ এখনো আশ্বস্ত হতে পারেনি। যে কারনে আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলে যোগদানের বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এদিকে সিবিএফ লা লিগায় মাদ্রিদের শিরোপা নির্ধারণ পর্যন্ত কোচ নিয়োগের ডেডলাইন বর্ধিত করেছে।
এই মুহূর্তে লিগের শীর্ষ দল বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। হাতে রয়েছে আর মাত্র চার ম্যাচ। তবে তার আগে এ সপ্তাহে এল ক্লাসিকোতো মাদ্রিদকে ও পরের ম্যাচে এস্পানেয়লকে হারাতে পারলে ১৫ মে বার্সেলোনার শিরোপা নিশ্চিত হয়ে যাবে।
সেক্ষেত্রে ২৬ মে নতুন কোচের নাম ঘোষনা করতে মুখিয়ে আছে সিবিএফ। ঐ একই সময়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিরুদ্ধে জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষনা করবে ব্রাজিল।
২০২৬ সালের জুন পর্যন্ত মাদ্রিদের সাথে চুক্তি রয়েছে আনচেলত্তির। ২০২২ সালের বিশ্বকাপে ব্যর্থতার পর তিতে কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর পর থেকেই আনচেলত্তিকে নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলেসাওরা।
বিকল্প প্রার্থী হিসেবে ফ্ল্যামেঙ্গোর সাবেক কোচ জর্জ জেসুসকেও বিবেচনায় রেখেছে সিবিএফ। ৭০ বছর বয়সী জেসুস গত ৩ মে সৌদি পেশাদার লিগের ক্লাব আল হিলালের দায়িত্ব ছেড়েছেন।
ডোরিভালের উত্তরসূরী কে হতে যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে কায়েটানো বলেছেন, ‘আজকের দিনে নির্দিষ্ট কোন একটি নাম বলা সত্যিই কঠিন। কারো সাথে সমঝোতার ক্ষেত্রে বিষয়টি ঠিকও হবে না। তবে আশা করছি আগামী সপ্তাহে সবকিছু চূড়ান্ত হবে।’
মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল। বর্তমানে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে টেবিলের শীর্ষ দল আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার।
আগামী বছরের চূড়ান্ত আসরের জন্য এই অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি খেলার সুযোগ পাবে।