শিরোনাম
পিরোজপুর, ৪ জুলাই, ২০২৫ (বাসস): পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী আজ জেলা শহরে গণসংযোগ করেছেন।
স্থানীয় থানা রোডের জামায়াত অফিস থেকে গণসংযোগ শুরু করেন। পরে শহরের বিভিন্ন সড়কের ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী সংসদ নির্বাচনে জামাতের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ শেষে জামায়াত অফিসে তিনি এক কর্মী সভায় মিলিত হন।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, পৌর আমির মো. ইসহাক আলী খান, সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন শেখ ও সহকারী পৌর সেক্রেটারি আব্দুল হালিম প্রমুখ।