বাসস
  ০৪ জুলাই ২০২৫, ১৭:৪৪

চব্বিশের ৪ জুলাইয়ে রাজপথে শিক্ষার্থীদের উত্তাল স্লোগান ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক'

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চব্বিশের ৪ জুলাইয়ে দেশের বিভিন্ন মহাসড়ক ও রাজপথ শিক্ষার্থীদের অবরোধে স্লোগান ছিল 'কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক'।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, চব্বিশের ৪ জুলাইয়ে  'আপিল বিভাগের ‘নট টুডে’ আদেশের প্রতিবাদে উত্তাল সারাদেশের ক্যাম্পাসগুলো ! সরকারি চাকরিতে কোটা বাতিলের রায় স্থগিত না করায় দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা, একই সাথে ঢাকায় শাহবাগ মোড়  ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখা হয়।

উপদেষ্টা আসিফের পোস্টে বলা হয়েছে, চতুর্থ দিনের মতো রাজপথে শিক্ষার্থীদের স্লোগান-দাবি একটাই: "কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক!”

চব্বিশে কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ সামনে থেকে নেতৃত্ব দেন এবং শিক্ষার্থী হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং লংমার্চ টু ঢাকা কর্মসূচিসহ ৩৬ জুলাই আন্দোলনে অন্যান্যদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আসিফ মাহমুদ। যার ফলশ্রুতিতে সৃষ্ট গণঅভ্যুত্থানে চব্বিশের ৩৬ জুলাই (৫ আগস্ট) ক্ষমতাসীন স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওইদিনই পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ মাহমুদ সজীব ভুঁইয়া।

আসিফ মাহমুদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন। এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি।