বাসস
  ০৬ মে ২০২৫, ১৯:৫৮

আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলবেন ডেম্বেলে

ঢাকা, ৬ মে ২০২৫ (বাসস) : গত সপ্তাহে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত পিএসজি ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলবেন বলে নিশ্চিত করেছেন কোচ লুইস এনরিকে। 

লন্ডনে প্রথম লেগে ৭০ মিনিটে ডেম্বেলেকে মাঠ থেকে উঠিয়ে নেন এনরিকে। চতুর্থ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন ডেম্বেল। ঐ গোলেই পিএসজির ১-০ গোলের জয় নিশ্চিত হয়। কিন্তু ইনজুরিতে পড়ার পর বুধবারের ফিরতি লেগে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়ায় পিএসজি শিবিরে দু:শ্চিন্তা দেখা দেয়। 

এ সম্পর্কে এনরিকে বলেছেন, ‘শনিবার লিগ ওয়ানে স্ট্রাসবার্গের বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। কিন্তু এ সপ্তাহে ফিট হয়ে আবারো অনুশীলনে ফিরেছেন। গত দুইদিন ডেম্বেলে দলের সাথে অনুশীলন করেছেন। আজ সে স্বাভাবিক ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন। সেজন্যই কালকের ম্যাচে তার খেলা নিশ্চিত, এটা বলাই যায়।’

এবারের মৌসুমে পিএসজির হয়ে দারুন পারফরমেন্স করেছেন ফরাসি এই তারকা। সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৩৩ গোল। 

এদিকে দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি ক্যাং-ইন স্ট্রাসবার্গের বিপক্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়লেও ফিট হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন।