বাসস
  ০৬ মে ২০২৫, ১৫:২৪

আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরে ওয়েস্ট উন্ডিজ দলে জাঙ্গু ও জুয়েল

ঢাকা, ৬ মে ২০২৫ (বাসস) : আমির জাঙ্গু ও জুয়েল অ্যান্ড্রুকে নিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। 

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার শিমরোন হেটমায়ার। দলে ফিরেছেন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন জাঙ্গু। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৯ বলে সেঞ্চুরি করেন তিনি। ৬টি চার ও ৪টি ছক্কায় ৮৩ বলে অপরাজিত ১০৪ রান করেন জাঙ্গু। এ বছরের জানুয়ারিতে মুলতানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় এই বাঁ-হাতি ব্যাটারের। 

গত বছরের অক্টোবরে শ্রীলংকা সিরিজে ওয়ানডেতে অভিষেকের দল থেকে ছিটকে পড়েন জুয়েল। অভিষেকে ব্যাট-বল করার সুযোগ পাননি তিনি। ইংল্যান্ড ও বাংলাদেশ সিরিজের পর আবারও দলে ফিরেছেন ১৮ বছর বয়সী ব্যাটার জুয়েল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বড় কোন পরিবর্তন না হলেও কোচিং স্টাফে একটি পরিবর্তন হয়েছে। নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক পেসার রবি রামপল। এছাড়াও আয়ারল্যান্ড সফরের ক্যারিবীয়দের কোচিং স্টাফে থাকবেন আইরিশদের সাবেক অলরাউন্ডার কেভিন ও’ব্রায়ান।

২১ মে থেকে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ মে থেকে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ক্যারিবীয়রা। 

ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ওয়েস্ট ইন্ডিজ। 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।