বাসস
  ০৬ মে ২০২৫, ০০:১৫

হ্যাটট্রিক জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় হার বাংলাদেশের

ঢাকা, ৫ মে ২০২৫ (বাসস) : হ্যাটট্রিক জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলংকার কাছে ২৭ রানে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ ম্যাচে হারের পরও ছয় ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে যুবারা। হার দিয়ে সিরিজ শুরুর পর টানা তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। 

সিরিজ জিততে হলে শেষ ওয়ানডেতে হার এড়াতে হবে বাংলাদেশকে। শেষ ওয়ানডে হারলে সিরিজ সমতায় শেষ করতে হবে সফরকারীদের।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ বোলারদের তোপে ৪২.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয় লংকানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অভিষিক্ত আদাম হিলমি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক ভিমাথ দিনসারা।

বাংলাদেশের সামিউন বশির ৩টি, সাদ ইসলাম-রিজান হোসেন ও ফারহান শাহরিয়ার ২টি করে উইকেট নেন। 

জবাবে ৭ ওভারে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ইনিংসের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। আগের তিন ম্যাচের মধ্যে ২টি সেঞ্চুরি করা ওপেনার জাওয়াদ আবরার এবার ৭ রান করেন। টপ অর্ডারে কালাম সিদ্দিকি ১ ও অধিনায়ক আজিজুল হাকিম ৪ রান করেন। 

মিডল অর্ডারে জুটি গড়ার চেষ্টা করেন রিজান হোসেন, আব্দুল্লাহ, দেবাশিষ দেবা, ফরিদ হাসান ও সামিউন। চার জুটিতে মোট ১৩৯ রান যোগ হয়। কিন্তু বড় কোন জুটি না হওয়ায় ১৫৬ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। রিজান ২৫, আব্দুল্লাহ ৩২, দেবা ২৪ ও সামিউন ৩৭ রানে আউট হন।

তবে বাংলাদেশের জয়ের আশা ধরে রেখেছিলেন ফরিদ। কিন্তু টেল-এন্ডারদের সঙ্গ না পাওয়ায় দলের হার এড়াতে পারেননি ফরিদ। ৪৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩০ রানে অপরাজিত থাকেন ফরিদ। 

শ্রীলংকার পক্ষে ৩টি করে উইকেট নেন ভিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান। 

আগামী ৮ মে সিরিজের ষষ্ঠ ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল।