শিরোনাম
ঢাকা, ৫ মে ২০২৫ (বাসস) : আগামী জুনে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন দ্বিপাক্ষীক সিরিজে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
আজ ঐ সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৩ জুন শ্রীলংকা যাবে বাংলাদেশ। ১৭ জুন থেকে গল-এ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে টাইগাররা।
কলম্বোয় ২৫ জুন থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
টেস্ট সিরিজ শেষে ২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। ৫ জুলাই হবে দ্বিতীয় ওয়ানডে। দু’টি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
পাল্লেকেলেতে ১০ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় ১৩ জুলাই এবং তৃতীয় ম্যাচ ১৬ জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে।
শ্রীলংকা সফরে বাংলাদেশ সিরিজের সূচি :
১৭-২১ জুন : প্রথম টেস্ট , গল
২৫-২৯ জুন : দ্বিতীয় টেস্ট, কলম্বো
২ জুলাই : প্রথম ওয়ানডে, কলম্বো
৫ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, কলম্বো
৮ জুলাই : তৃতীয় ওয়ানডে, পাল্লেকেলে
১০ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, পাল্লেকেলে
১৩ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, ডাম্বুলা
১৬ জুলাই : তৃতীয় টি-টোয়েন্টি, কলম্বো