শিরোনাম
ঢাকা, ৫ মে ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিল মাসের সেরার দৌড়ে আছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার সাথে সংক্ষিপ্ত তালিকায় আছেন দুই পেসার জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।
গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।
গত মাসে দুই টেস্ট খেলেছেন মিরাজ। সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দুই ইনিংসে সমান ৫টি করে ১০ উইকেট নেন তিনি। ঐ টেস্টে ব্যাট হাতে ১ ও ১১ রান করেছিলেন মিরাজ। সিলেট টেস্ট ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠেন মিরাজ। প্রথম ইনিংসে সাত নম্বরে নেমে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে উইকেট না পেলেও, দ্বিতীয় ইনিংসে স্পিন ভেল্কি দেখান মিরাজ। ৩২ রানে নেন ৫ উইকেট।
মিরাজের অলরাউন্ড নৈপুন্যে ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরাজ।
এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ে অবদান রাখায় প্রথমবারের মতো আইসিসি পুরুষদের মাস সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন মিরাজ।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘২০২৩ সালের মার্চ মাসে সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইসিসি পুরুষদের মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট-বল হাতে অসাধারণ পারফরমেন্সে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরাজ।’
এদিকে এপ্রিলে দুই টেস্ট খেলেছেন মুজারাবানি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ১০ উইকেট ও ২৬ রান করেন তিনি।
গেল মাসে দু’টি ওয়ানডে খেলেছেন সিয়ার্স। পাকিস্তানে বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুই ওয়ানডেতে ৯.৩০ গড় ও ওভারপ্রতি ৫.০৭ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন এই কিউই পেসার। হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৯ রানে এবং মাউন্ট মঙ্গানুইয়ে শেষ ম্যাচে ৩৪ রানে ৫টি করে উইকেট শিকার করেন সিয়ার্স।