বাসস
  ০৫ মে ২০২৫, ১৭:১৭

লা লিগা: এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদের জয়ের ধারা অব্যাহত

এমবাপ্পের জোড়া গোলে রোববার সেল্টা ভিগোকে লা লিগায় ৩-২ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ -ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ মে ২০২৫ (বাসস) : কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রোববার সেল্টা ভিগোকে লা লিগায় ৩-২ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ।

এর আগে শনিবার ভায়াদোলিদের বিপক্ষে টেবিল টপার বার্সেলোনা জয়ী হয়েছিল। যে কারনে শিরোপা দৌড়ে টিকে থাকতে রিয়ালের সামনে জয় ভিন্ন কোন পথ খোলা ছিলনা। আগামী রোববার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর আগে চির প্রতিদ্বন্দ্বীদের তুলনায় চার পয়েন্টে এগিয়ে থেকে মাঠে নামবে বার্সেলোনা।

বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ কালকের ম্যাচে ৩-০ গোলের লিড নিয়েছিল। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শেষটা মোটেই সুখকর হয়নি। দুই গোল হজম করে একসময় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল কার্লো আনচেলত্তির দল। যদিও শেষ পর্যন্ত কোন অঘটন ঘটেনি।

রিয়াল মাদ্রিদ বস আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচের ফলাফল সকলের সামনে স্পষ্ট হয়েছিল। একটি বিষয় সবাইকে বুঝতে হবে রিয়াল ছয়জন স্বীকৃত ডিফেন্ডার ছাড়া মাঠে নেমেছিল। সবসময় সব কিছু সহজ হয়না। অবশ্যই আমাদের নিজেদের প্রতিরোধ করা উচিৎ ছিল। কিন্তু আমরা সেটা পারিনি। দিনের শেষে অবশ্য তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরছি। ’

ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা গত সপ্তাহে কোপা ডেল রে’র ফাইনালেও বার্সেলোনার কাছে পরাজিত হয়েছে। এখন শুধুমাত্র লা লিগার শিরোপা স্বপ্ন টিকে রয়েছে।

রক্ষণভাগে বেশ কিছু ইনজুরি নিয়ে এই ম্যাচে খেলতে নেমেছিল আনচেলত্তির দল। রডরিগো অসুস্থ থাকায় তার স্থানে গুলের মূল দলে খেলেছেন। শুরুতেই নিজের প্রতিভার জানানও দিয়েছেন গুলের। সাবেক বার্সা ডিফেন্ডার মার্কোস আলোনসোর হেড অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। এরপর তার আরো একটি শট দারুন দক্ষতায় রুখে দেন থিবো কুর্তোয়া। ৩৩ মিনিটে ২০ বছর বয়সী টার্কিশ তরুণ আরদা গুলেরের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এমবাপ্পে।

বিরতির পর তিন মিনিটের মধ্যে এমবাপ্পে ব্যবধান দ্বিগুন করেন। মৌসুমে এটি এমবাপ্পের ২৪তম গোল। তালিকার শীর্ষে থাকা রবার্ট লিওয়ানদোস্কির তুলনায় যা একটি কম। এই সময়ে মনে হয়েছিল রিয়ালের জন্য ম্যাচ জয় সময়ের ব্যাপার। ৬৯ মিনিটে কর্ণার থেকে জেভিয়ার রডরিগুয়েজ পোস্টের খুব কাছ থেকে সেল্টার হয়ে এক গোল পরিশোধ করেন। ৭৬ মিনিটে উইলিয়ট সুইবার্গের গোলের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সেল্টা। কিন্তু বেলজিয়ান গোলরক্ষক কুর্তোয়র নৈপুন্যে আর গোল হজম করতে হয়নি মাদ্রিদকে।

দিনের অপর ম্যাচগুলোতে ষষ্ঠ স্থানে থাকা রিয়াল বেটিস ২-১ গোলে এস্পানেয়লকে পরাজিত করেছে, চতুর্থ স্থানে থাকা এ্যাথলেটিক বিলবাও রিয়াল সোসিয়েদাদের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে।