শিরোনাম
ঢাকা, ৪ মে ২০২৫ (বাসস) : রিয়াল ভায়াদোলিদকে ২-১ গোলে পরাজিত করে লা লিগা শিরোপার আরো কাছে পৌঁছে গেছে বার্সেলোনা।
ইভান সানচেজের গোলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল সফরকারী বার্সেলোনা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের সাথে দ্বিতীয় লেগের ম্যাচের আগে এই ম্যাচের আত্মবিশ্বাসটা জরুরী ছিল। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে রাফিনহা ও ফারমিন লোপোজের গোলে বার্সা জয় নিয়েই মাঠ ছাড়ে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের তুলনায় সাত পয়েন্ট এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।
বার্সা কোচ হান্সি ফ্লিক বুধবার ইন্টার মিলানের বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম লেগে ৩-৩ গোলের দুর্দান্ত ম্যাচটি থেকে মাত্র দুজন পেড্রি গঞ্জালেজ ও জেরার্ড মার্টিনকে মূল দলে রেখেছিলেন। গোলবার সামলানোর দায়িত্ব পেয়েছিলেন ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা মার্ক-আন্দ্রে টার স্টেগান। গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন টার স্টেগান।
ইন্টারের বিপক্ষে ফিরতি লেগ ও আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে ওজিচে সিজিসনির ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বার্সা কোচ ফ্লিক।
যদিও টার স্টেগানের ফিরে আসাটা খুব বেশীক্ষণ আনন্দের ছিলনা। ম্যাচ শুরুর ৬ মিনিটের মধ্যে ডানদিক থেকে মার্টিনের শট রোনাল্ড আরাউজোর ডিফ্লেকটেড হয়ে টার স্টেগানকে পরাস্ত করলে পিছিয়ে পড়ে কাতালান জায়ান্টরা। লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার তুলনায় এগিয়ে গিয়েও ভায়াদোলিদ সমর্থকরা ক্লাব সভাপতি সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
ভায়াদোলিদ গোলরক্ষক আন্দ্রে ফেরেইরা পও ভিক্টরের একটি হেড ও আনসু ফাতির একটি শট দারুন দক্ষতায় রুখে দেন। বিপরীতে রাউল মোরোর শট দুর্দান্ত ভাবে সেভ করেন টার স্টেগান। নাহলে তখনই হয়তো ব্যবধান দ্বিগুন হতে পারতো। ৩৮ মিনিটে কাঁধের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন অভিষিক্ত ডানি রডরিগুয়েজ। তার স্থানে টিনএজার লামিন ইয়ামালকে মাঠে নামান ফ্লিক।
৫৪ মিনিটে বার্সেলোনার সমতায় আসার পিছনে ইয়ামালের অবদান রয়েছে। তার বিপদজনক ক্রস বক্সের ভিতর ফেরেইরা ধরতে ব্যর্থ হলে বদলী খেলোয়াড় রাফিনহা বল জালে জড়ান। এবারের লিগে এটি রাফিনহার ১৬তম গোল। সাত মিনিট পর মার্টিনের স্লাইডিং পাস থেকে লোপেজ ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বার্সাকে প্রথমবারের মত এগিয়ে দেন। স্টপেজ টাইমে আরাউজো একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান বাড়ানে পারেননি।
এদিকে দিনের শুরুতে রেলিগেশন খরায় থাকা আলাভেসের সাথে গোলশ্যু ড্র করে পয়েন্ট হারিয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ। টেবিলের তৃতীয় স্থানে থাকায় মৌখিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলা অন্তত নিশ্চিত হয়েছে এ্যাথলেটিকোর। দিয়েগো সিমিওনের দলের থেকে টেবিল টপার বার্সেলোনা নয় পয়েন্ট এগিয়ে রয়েছে।
অন্যদিকে রেলিগেশন জোন থেকে তিন পয়েন্ট দুরে থাকা আলাভেসের অবস্থান ১৬তম।