শিরোনাম
ঢাকা, ৩ মে ২০২৫ (বাসস) : আগামী ৬-১১ মে চায়নার সাংহাইতে অনুষ্ঠিতব্য আরচ্যারী বিশ্বকাপ স্টেজ-২’তে বাংলাদেশের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে খেলা। এমন লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আরচ্যারী দলের কোচ মার্টিন ফ্রেডরিক।
বিশ্বকাপ উপলক্ষে আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে এমন মন্তব্য করেছেন জার্মান কোচ ফ্রেডরিক।
বাংলাদেশ দল রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে অংশ নিবে। রিকার্ভে তিনজন পুরুষ আরচ্যার হলেন আব্দুর রহমান আলিফ, মো: সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। কম্পাউন্ড ডিভিশনে অংশ নিবেন হিমু বাছার ও বন্যা আক্তার।
জাতীয় দলের কোচ ফ্রেডরিক জানান জানুয়ারিতে উন্মুক্ত র্যাঙ্কিং প্রতিযোগিতার মধ্য থেকে সেরা আরচ্যারদের এই বিশ্বকাপের জন্য বাছাই করা হয়। সেরা ৯/১০ খেলোয়াড়ের মধ্য থেকে ফেব্রুয়ারিতে ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত দল গঠণ করা হয়। ২০২৮ লস এ্যাঞ্জেলস অলিম্পিকে প্রথমবারের মত কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্ট অন্তর্ভূক্ত হয়েছে। সে কারনে বিশ্বকাপে কম্পাউন্ড ডিভিশনে বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নেবার জন্য অংশ নিচ্ছে।
তবে বিশ্বকাপ থেকে এর আগে পদক পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে আরচ্যারী ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে অ্যাডহক কমিটির সদস্য কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল বলেন, ‘বিশ্বকাপে আমাদের অনেক সাফল্য আছে। সিলভার মেডেলও আমরা জিতেছি। আবার সাংহাইয়ে কোরিয়ার সাথে আমরা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্টে হেরেছি। আশা করছি সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারবো। কারণ আমাদের ছেলেদের রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সব সময় কোচের মতামতকে প্রাধান্য দিয়েছে। কোচের মতের বাইরে আমরা কখনও দল গঠন করিনি। '
আরচ্যারী ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান বলেন, ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোন গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।’
ভবিষ্যতে আরো বেশী আরচ্যার যাতে আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারে সে বিষয়টির প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন।
বিশ্বকাপ শেষে ১২ মে দেশে ফিরবে বাংলাদেশ দল। বিশ্বকাপে জাতীয় দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে সিটি গ্রুপ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মালিক মোহাম্মদ সাইয়িদ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সদস্য রুবাইয়েত আহমেদ।