শিরোনাম
ঢাকা, ৩ মে ২০২৫ (বাসস) : আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নারীদের বিভাগে আয়ারল্যান্ডের নিচে নেমে গিয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে টাইগ্রেসরা। বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠেছে আয়ারল্যান্ড।
গতরাতে নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদ র্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সর্বশেষ নয়টি টি-টোয়েন্টি ম্যাচে জয় নেই বাংলাদেশের। এমনকটি সর্বশেষ ২৩ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে তারা। তাই র্যাংকিংয়ে অবনতি হয়েছে টাইগ্রেসদের। ১৯২ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। নবম স্থানে ওঠা আয়ারল্যান্ডের সাথে রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি না তাদের। মাত্র ২ রেটিং পিছিয়ে বাংলাদেশ। ১৯৪ রেটিং রয়েছে আয়ারল্যান্ডের।
২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত হওয়া ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং এরপরের ম্যাচগুলোর শতভাগ পারফরমেন্স বিবেচনায় র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
এসময় ৯টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একটিতে জিতেছে এবং একটি ড্র করেছে। বাকি ৭টি সিরিজই হেরেছে নিগার সুলতানার দল।
৫০ ভাগ ম্যাচ বিবেচনায় ৩৬ ম্যাচের মধ্যে ১৩টিতে জয় আছে বাংলাদেশের। ৩৬ ম্যাচের মধ্যে আয়ারল্যান্ডের জয় ২০টিতে।
শতভাগ বিবেচনায় ১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে এবং আয়ারল্যান্ডের জয় ১০ ম্যাচের মধ্যে ৭টিতে।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল আয়ারল্যান্ড।
র্যাংকিংয়ে শীর্ষ আটে কোন পরিবর্তন হয়নি। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড ও ভারত। চতুর্থ থেকে অষ্টম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- বিশ্ব চ্যাম্পিয়ন্স নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও পাকিস্তান।
২০২২ সালের মে মাস থেকে অন্তত আটটি টি-টোয়েন্টি না খেলার কারণে টি-টোয়েন্টি র্যাংকিং তালিকা থেকে বাদ পড়েছে মেক্সিকো, চেক প্রজাতন্ত্র, ওমান ও ঘানা।