শিরোনাম
ঢাকা, ২ মে ২০২৫ (বাসস) : অধিনায়ক বেন স্টোকসকে অন্তর্ভুক্ত করে চলতি মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন স্টোকস। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। ইতোমধ্যে হ্যামস্ট্রিং অস্ত্রোপচার করেছেন ৩৩ বছর বয়সী স্টোকস।
এই মৌসুমে এখন পর্যন্ত কাউন্টি দল ডারহামের হয়ে খেলেননি স্টোকস। তবে ২২ মে থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া মৌসুমের প্রথম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। এই টেস্টটি পাঁচ দিনের পরিবর্তে চার দিনে হবে।
জাতীয় দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন এসেক্সের পেসার স্যাম কুক। দুই পেসার মার্ক উড এবং ব্রাইডন কার্স ইনজুরিতে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হতে পারে কুকের।
৮৮ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০-এর কম গড়ে ৩১৮ উইকেট রয়েছে ২৭ বছর বয়সী কুকের। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।
টেস্ট দলে নতুন মুখ হিসেবে আছেন ব্যাটার জর্ডান কক্স। ইংল্যান্ডের হয়ে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৫৬টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩ হাজার ৪৪৯ রান করেছেন কক্স।
২০২৩ সালের অ্যাশেজের পর প্রথমবার ইংল্যান্ড দলে ফিরেছেন নটিংহ্যামশায়ার পেসার জশ টাঙ্গ।
২০০৩ সালের পর প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে মৌসুমের ব্যস্ততা শুরু হবে ইংলিশদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৫/২৬ অ্যাশেজের আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।
ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টাঙ্গ।