বাসস
  ০২ মে ২০২৫, ১৮:১৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা


ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : এ মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চারদিনের ম্যাচ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন ২০২০ যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি।

১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)  ভাল পারফরমেন্স করা বেশ কয়েকজন ক্রিকেটার। পাশাপাশি সুযোগ হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটারেরও।

ডিপিএলে দারুণ পারফরমেন্সের সুবাদে ইমার্জিং দলে সুযোগ হয়েছে রাকিবুল হাসান, মাহফিজুল ইসলাম, রায়ান রাফসান, শেখ পারভেজ জীবন, জিসান আলম, ওয়াসি সিদ্দিক, আসাদুজ্জামানের মত খেলোয়াড়দের।

ডিপিএলে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি আকবর। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১২ ম্যাচের ৭ ইনিংসে ১৩৬ রান করেন তিনি।

ডিপিএলে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট শিকারি আবাহনী লিমিটেডের হয়ে খেলা রাকিবুল। ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচের ১১ ইনিংসে ৫১২ রান করেছেন মাহফিজুল। ১৩ ম্যাচের ১৩ ইনিংসে ৪৮৩ রান করে ইমার্জিং দলে সুযোগ পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলা রাফসান।

বল হাতে দারুণ ছন্দে ছিলেন দুই স্পিনা জীবন ও ওয়াসি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সি গায়ে ১৬ ম্যাচে ২১ উইকেট নেন জীবন। একই দলের হয়ে ১২ ম্যাচে ১৯ উইকেট শিকার করেন ওয়াসি।

পেসারদের মধ্যে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ১২ ম্যাচে ২০ উইকেট শিকার করেছে আসাদুজ্জামান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দু’টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। আগামী ১২ মে রাজশাহীতে ওয়ানডে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ১৪ ও ১৬ মে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে। ২৭ মে থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।

বাংলাদেশ ইমার্জিং দল : আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান, আহরার আমিন, আরিফুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল এবং আসাদুজ্জামান পায়েল।