শিরোনাম
ঢাকা, ১ মে, ২০২৫ (বাসস) : কাতার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলেন লোপেতেগুই। জানুয়ারিতে প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম থেকে ছাঁটাই হয়েছিলেন এই স্প্যানিশ কোচ।
কাতার ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে পোস্টে লিখেছে, ‘নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। স্বাগতম লোপেতেগুই। আমরা একসাথে এই যাত্রা শুরু করতে পেরে উত্তেজিত।’
এক্স’এ দেয়া এক ভিডিও বার্তায় লোপেতেগুই বলেছেন, ‘আমি প্রস্তুত।’
৫৮ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক এই কোচ ২০২২ কাতার বিশ্বকাপের স্বাগতিকদের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। এশিয়ান কাপের শিরোপা ধরে রাখাই এখন কাতারের মূল লক্ষ্য।
স্বদেশী লুইস গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন লোপেতেগুই। আগামী ৫ জুন ইরানের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে কাতারের ডাগ আউটে লোপেতেগুইয়ের অভিষেক হতে যাচ্ছে।
২২ ম্যাচ দায়িত্বে থাকার পর জানুয়ারিতে লোপেতেগুইকে বরখাস্ত করে ওয়েস্ট হ্যাম।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই গোলরক্ষক এমন এক সময়ের কাতারের দায়িত্বে নিতে যাচ্ছেন যখন মধ্যপ্রাচ্যের দেশটি ২০২৬ বিশ্বকাপে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুই বছর স্পেনের দায়িত্ব পালন করেছেন লোপেতেগুই। তার অধীনে স্পেন ২০ ম্যাচের ১৪টিতেই জয়ী হয়েছিল। ২০১৮ সালে স্পেন জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন।