বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ২০:০১

চট্টগ্রাম টেস্টে মিরাজের বিরল কীর্তি

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ব্যাট-বল হাতে আলো ছড়িয়ে বিরল কীর্তি গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ম্যাচের প্রথম ইনিংসে ১০৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৫ উইকেট নেন তিনি।

সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েন মিরাজ।

এক টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি দু’বার করেছেন সাকিব। একবার করেছেন সোহাগ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং পারফরমেন্সে সাকিব ও সোহাগের পাশে বসলেন মিরাজ।

সিলেটে প্রথম টেস্টের দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে ক্যারিয়ারে ২শ উইকেট পূর্ণ করেছিলেন মিরাজ। আর চট্টগ্রাম টেস্টে ১০৪ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মিরাজ। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২ হাজার রান ও ২শ উইকেটের মালিক হন মিরাজ।

দ্রুত ২ হাজার রান ও ২শ উইকেট দখলের ক্ষেত্রে সাকিবকে ছাড়িয়ে গেছেন মিরাজ। এমন কীর্তি গড়তে সাকিব ৫৪ টেস্ট খেলেছেন। সেখানে ৫৩তম টেস্টেই সাকিবকে টপকে গেছেন মিরাজ।

সব মিলিয়ে টেস্ট ইতিহাসে ২৬ জন ক্রিকেটার ২ হাজার রান ও ২শ উইকেট শিকার করেছেন। এই তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে আছেন মিরাজ। ভারতের রবীন্দ্র জাদেজাও ৫৩ টেস্টে এমন নজির গড়েছিলেন।

মিরাজ ও জাদেজার উপরে আছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম (৪২তম টেস্ট), পাকিস্তানের ইমরান খান ও ভারতের কপিল দেব (৫০তম টেস্ট) এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৫১তম টেস্ট)।

মিরাজ নৈপুন্যে চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।