শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২ উইকেট হাতে নিয়ে ১৭৭ রানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে ১১৪ ওভারে ৮ উইকেটে ৪০৪ রান করেছে বাংলাদেশ।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৯১ রান করেছিল বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে এগিয়ে ছিল টাইগাররা।
তৃতীয় দিনের দশম ওভারে ব্যক্তিগত ২০ রানে আউট হন তাইজুল ইসলাম। অষ্টম উইকেটে মেহেদি হাসান মিরাজের সাথে ৬৩ রান যোগ করেন তাইজুল।
তাইজুলের বিদায়ে ক্রিজে মিরাজের সঙ্গী হন তানজিম হাসান। নবম উইকেটে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মিরাজ ও তানজিম।
১০টি চারে মিরাজ ৭৬ এবং ১টি ছক্কায় তানজিম ২৯ রানে অপরাজিত আছেন।
জিম্বাবুয়ের মাসেকেসা ৯১ রানে ৪ উইকেট নিয়েছেন।