বাসস
  ২৩ এপ্রিল ২০২৫, ২০:৫৭

মাহমুদুল্লাহ-হৃদয়ের ব্যাটিংয়ে শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকল মোহামেডান

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫ (বাসস) : মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। ফলে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী। টেবিলের দুই শীর্ষ দল হিসেবে শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে শুধুমাত্র আবাহনী ও মোহামেডান। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে গুলশান। 

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় ইনিংস গড়তে পারেনি গুলশান। ৪৭.৪ ওভারে ২২৪ রানে অলআউট হয় তারা। 

উপরের সারির ছয় ব্যাটারের কেউই ৩০’র ঘরে পা রাখতে পারেনি। সাত নম্বরে নেমে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন শাকিল হোসেন।

মোহামেডানের মোহাম্মদ সাইফুদ্দিন ৩টি, আবু হায়দার-নাসুম আহমেদ ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন। 

জবাবে ৮১ রানের মধ্যে টপ অর্ডারের বিদায়ের পর শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক হৃদয় ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৯৩ রানের জুটি গড়ে মোহামেডানকে জয়ের পথে রাখেন তারা। দলীয় ১৭৪ রানে আউট হন হৃদয়। ৪টি চারে ৬২ রান করেন তিনি। 

দলের জয় থেকে ৪ রান দূরে থাকতে আউট হন মাহমুদুল্লাহ। ৩টি চার ও ১টি ছক্কায় ১০৩ বলে ৭১ রান করেন তিনি। 

আরিফুল ইসলাম ২৫ ও সাইফুদ্দিন শূন্য রানে অপরাজিত থেকে মোহামেডানের জয় নিশ্চিত করেন। 

৭১ রান সংগ্রহ করে দলের জয়ে অবদান রাখায় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহমুদুল্লাহ।