শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ (বাসস) : আঙুলের ইনজুরির কারণে মাঠে নামার আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে যান করাচি কিংসের বাংলাদেশি ব্যাটার লিটন দাস। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি।
করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তানে পা রাখেন লিটন। মূল লড়াইয়ে নামার আগেই অনুশীলনে আঙুলে চোট পান তিনি।
পরে স্ক্যানে চিড় ধরা পড়ে লিটনের। ইনজুরি থেকে সুস্থ হতে দুই সপ্তাহ সময় লাগবে তার। ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন এই ব্যাটার।
লিটনের বদলি হিসেবে করাচি দলে ডাক পেয়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৮৩ ম্যাচ খেলা ম্যাকডারমট। বিগ ব্যাশ, লঙ্কান প্রিমিয়ার লিগ, দা হান্ড্রেড লিগে খেলেছেন তিনি। ৩ সেঞ্চুরি ও ৩০টি হাফ-সেঞ্চুরিতে ১৩৫.৫৫ গড়ে ৪,৫৭১ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।
অস্ট্রেলিয়ার হয়ে ৫টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে ম্যাকডারমটের। ওয়ানডেতে ২২৩ রান ও টি-টোয়েন্টিতে ৩৪২ রান করেছেন তিনি।