বাসস
  ১১ এপ্রিল ২০২৫, ১৭:৫৯

রাহুলের ব্যাটিংয়ে জয়রথ ছুটছে দিল্লির

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : লোকেশ রাহুলের দুর্দান্ত ইনিংসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়রথ ছুটছে দিল্লি ক্যাপিটালসের।

গতরাতে লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লি ৬ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এ নিয়ে ৪ ম্যাচের সবগুলোতেই জিতল দিল্লি। ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে গুজরাট টাইটান্স। সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ব্যাঙ্গালুরু।

নিজেদের মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ২৩ বলে ৬১ রান যোগ করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। ৪টি চার ও ৩টি ছক্কায় ১৭ বলে ৩৭ রান করে সল্ট এবং ১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ১৪ বলে ২২ রানে থামেন কোহলি।

এ ইনিংসের মাধ্যমে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার চার-ছক্কার রেকর্ড গড়লেন কোহলি। আইপিএলে ২৫৭ ম্যাচের ২৪৯ ইনিংসে ১০০১টি চার-ছক্কার মালিক তিনি। চার ৭২১টি এবং ছক্কা মেরেছেন ২৮০টি।

মিডল অর্ডারে তিন ব্যাটার ব্যর্থ হলেও অধিনায়ক রজত পাতিদারের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ দিকে টম ডেভিডের ২০ বলে ২টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৩৭ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করে ব্যাঙ্গালুরু। দিল্লির ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।

জবাবে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি। পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবসকে নিয়ে ৫৫ বলে ১১১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিল্লিকে স্মরণীয় জয় এনে দেন রাহুল। এই জুটিতে ৩২ বলে ৬৮ রান তুলেছেন রাহুল।

শেষ পর্যন্ত ৭টি চার ও ৬টি ছক্কায় ৫৩ বলে অপরাজিত ৯৩ রান করে ম্যাচ সেরা হন রাহুল। ৪টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৮ রান করেন স্টাবস।