বাসস
  ০৯ মার্চ ২০২৫, ২০:১০

ডিপিএল: নাইমের সেঞ্চুরিতে ৪২২ রানের রেকর্ড প্রাইম ব্যাংকের

ওপেনার মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মার্চ ২০২৫ (বাসস) : ওপেনার মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৪২২ রানের পাহাড় গড়ে প্রাইম ব্যাংক। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় রান। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের ক্ষেত্রেও বাংলাদেশে এটি সর্বোচ্চ দলীয় রান।

বাংলাদেশের মাটিতে আগের সর্বোচ্চ রান ছিল ভারতের। ২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইশান কিষানের ডাবল সেঞ্চুরিতে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল ভারত। 

এছাড়া বাংলাদেশের কোন দল বা ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল আবাহনী লিমিটেড। ২০১৮ সালের মার্চে ডিপিএলে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রান করেছিল আবাহনী।

নয়া রেকর্ড গড়া ম্যাচে ব্রাদার্সকে ১৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক। ওপেনার নাইম ১৮টি চার ও ৮টি ছক্কায় ১২৫ বলে ১৭৬ রান করেন। এছাড়া সাব্বির হোসেন ৭৩ ও সাজ্জাদুল হক অপরাজিত ৫০ রান করেন। 

আল-আমিন হোসেন ৩ উইকেট নেন। 

জবাবে আইচ মোল্লা ছাড়া প্রাইম ব্যাংক বোলারদের বিপক্ষে লড়াই করতে পারেনি ব্রাদার্সের কোন ব্যাটার। ফলে ৪২.৩ ওভারে ২৪৯ রানে অলআউট হয় ব্রাদার্স। 

৭টি চার ও ৫টি ছক্কায় ১১০ বলে ৯৬ রানে আউট হন মোল্লা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক মাইশুকুর রহমান।

রিশাদ হোসেন ৩টি, হাসান-খালেদ ও শামিম ২টি করে উইকেট নেন।

৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে উঠল প্রাইম ব্যাংক। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে আছে ব্রাদার্স।