বাসস
  ২৪ জানুয়ারি ২০২২, ১৩:৫৩
আপডেট  : ২৪ জানুয়ারি ২০২২, ১৪:০১

রাঙ্গামাটির বিলাইছড়িতে বিদ্যুৎ সাবষ্টেশনের উদ্বোধন

রাঙ্গামাটি, ২৪ জানুয়ারি, ২০২২ (বাসস) : জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী এলাকাগুলোতে  আজ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিলাইছড়ি উপজেলা ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিলাইছড়ি উপজেলা  বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় বিলাইছড়ি জোন কমান্ডার  লে. কর্ণেল মোঃ ইসরাত হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলাপরিষদ সদস্য রেমলিয়ানা  পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের প্রকৌশলী যতœমানিক চাকমা, প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা সহ বিলাইছড়ি উপজেলার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত  দুর্গম  এলাকাগুলো এখন বিদ্যুতের আলোয় আলোকিত। তিনি বলেন, পাহাড়ের যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করেছে সরকার।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়