শিরোনাম

জামালপুর, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল রোববার ১ ফেব্রুয়ারি শহরে এক নির্বাচনী সভায় যোগ দেবেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়াল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে দলের জেলা শাখা এই সভার আয়োজন করেছে।
তিনি বলেন, সকাল ১০টায় শহরের সিংহাজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ইতোমধ্যে আয়োজনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, জামায়াতের আমির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।