বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ২৩:১৭

তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : চরমোনাই পীর

ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৬ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন-আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি-আদর্শ হলো ইসলাম। জাহেলিয়াতের চরম বিশৃঙ্খলা দূর করে ইসলামই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিল। ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সফলতার সঙ্গে বিশ্ব পরিচালনা করেছে ইসলাম।’

আজ শুক্রবার বিকেলে গাজীপুর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সমর্থনে কালীগঞ্জের জামালপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, বাংলাদেশের মানুষ যে উদ্দেশ্য সামনে রেখে স্বাধীনতার যুদ্ধ করেছে, একমাত্র ইসলামই সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, ‘তাই তারুণ্যের প্রতি আমার আহ্বান-তোমাদের জীবনের প্রথম ভোট পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের পক্ষে হোক। তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক।’

নির্বাচনী জনসভায় গাজীপুর-৫ আসনের প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, উন্নয়নের কথা বলে দেশে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছে, দুঃশাসন কায়েম করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।